Friday, September 20, 2024
spot_img
spot_img
Homeদেশব্যালট নয়, ভোট হবে ইভিএমেই, জানাল সুপ্রিম কোর্ট, খারিজ ১০০ শতাংশ ভিভিপ্যাট...

ব্যালট নয়, ভোট হবে ইভিএমেই, জানাল সুপ্রিম কোর্ট, খারিজ ১০০ শতাংশ ভিভিপ্যাট ভেরিফিকেশনের আর্জিও

ব্যালট নয়, ভোট হবে ইভিএমেই। লোকসভা নির্বাচনের মাঝেই বড় রায় দিল সুপ্রিম কোর্ট।পাশাপাশি ভিভিপ্যাটের ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচন চলাকালীনই সুপ্রিম কোর্টে ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আবেদনের শুনানি শুরু হয়।

ব্যালট নয়, ভোট হবে ইভিএমেই, জানাল সুপ্রিম কোর্ট, খারিজ ১০০ শতাংশ ভিভিপ্যাট ভেরিফিকেশনের আর্জিও

ব্যালটে ভোটগ্রহণ চেয়েও আবেদন জমা পড়ে। ভোটে কারচুপি রুখতে ভোটারদের হাতে ভিভিপ্যাট স্লিপ তুলে দেওয়ারও প্রস্তাব ওঠে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তিনটি আর্জিই খারিজ করা হল। এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত রায় ঘোষণা করে বলেন,

ব্যালট নয়, ভোট হবে ইভিএমেই, জানাল সুপ্রিম কোর্ট, খারিজ ১০০ শতাংশ ভিভিপ্যাট ভেরিফিকেশনের আর্জিও

“ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু কোনও ব্যবস্থাকে অন্ধভাবে সন্দেহ করাও সংশয় তৈরি করে। অর্থবহ সমালোচনার প্রয়োজন, তা সে বিচারব্যবস্থাই হোক বা আইন। গণতন্ত্র হল শান্তি বজায় রাখা ও (গণতন্ত্রের) প্রতিটি স্তম্ভের উপরে ভরসা রাখা। বিশ্বাস ও সহযোগিতার সংস্কৃতিকে মজবুত করেই আমরা গণতন্ত্রের কণ্ঠস্বরকে মজবুত করতে পারব।”

ব্যালট নয়, ভোট হবে ইভিএমেই, জানাল সুপ্রিম কোর্ট, খারিজ ১০০ শতাংশ ভিভিপ্যাট ভেরিফিকেশনের আর্জিও

১০০ শতাংশ ভিভিপ্য়াট যাচাইয়ের আবেদন খারিজ করে দিলেও, এ দিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ দুটি নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের তরফে এ দিন কমিশনকে নির্দেশ দেওয়া হয় যে ইভিএমে দলীয় প্রতীক বা সিম্বল লোড করার পর তা সিল করে দিতে হবে। এবং ভোট হয়ে যাওয়ার পর কমপক্ষে ৪৫ দিন ইভিএম-কে সংরক্ষণ করতে হবে।

ব্যালট নয়, ভোট হবে ইভিএমেই, জানাল সুপ্রিম কোর্ট, খারিজ ১০০ শতাংশ ভিভিপ্যাট ভেরিফিকেশনের আর্জিও

ইভিএমের মাইক্রোকন্ট্রোলারে থাকা পুরনো বা বার্ন্ট মেমরি ইঞ্জিনিয়াররা যাচাই করবেন।ভিভিপ্যাট ১০০ শতাংশ যাচাই করা সম্ভব না হলেও, শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কোনও মেশিনের মাধ্যমে ভিভিপ্যাট স্লিপ গোনা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে।

ব্যালট নয়, ভোট হবে ইভিএমেই, জানাল সুপ্রিম কোর্ট, খারিজ ১০০ শতাংশ ভিভিপ্যাট ভেরিফিকেশনের আর্জিও

সুপ্রিম কোর্টের রায়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের নিশানা করেন। তিনি বলেন, ‘‘বিরোধীরা এত দিন ইভিএম নিয়ে কান্নাকাটি করত। তাদের সপাটে চড় মেরেছে সুপ্রিম কোর্ট। এ বার ওদের ক্ষমা চাওয়া উচিত।’’

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!