বিয়ে বাড়িতে ভয়ংকর অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৬ জনের, মৃতদের মধ্যে রয়েছে ৩ জন শিশু। ঘটনাটি ঘটেছে, বিহারের দ্বারভাঙায়।মানুষের পাশাপাশি আগুনে ঝলসে মৃত্যু হয় গবাদি পশুরও।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ আচমকাই আলিনগরের ওই বিয়েবাড়িতে আগুন লেগে যায়।
সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাঁবু খাটিয়ে বিয়েবাড়ির আয়োজন করা হয়েছিল। দেখা যায় তাঁবু দাউদাউ করে জ্বলছে। মনে করা হচ্ছে, বিয়ের সময় বাজি ফাটানো হচ্ছিল। তা থেকেই ঘটে যায় ওই অগ্নিকাণ্ড। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকল। খানিকক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশের সন্দেহ, তাঁবুর ভিতরে বেশ কিছু দাহ্য পদার্থ ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে যায়। জেলাশাসক ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে। পাশাপাশি জেলা প্রশাসন নিহতদের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে।