দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হল। রাত সাতটা নাগাদ থেকে ডিসিআরসিতে ইভিম ও ভিভিপ্যাড সমেত ফিরতে শুরু করেন ভোট কর্মীরা। জেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দার্জিলিং লোকসভা আসনে মোট ৭৩ শতাংশ ভোট পরেছে বলে জানা গিয়েছে। সব থেকে বেশি ভোট পরেছে মাটিগাড়া নকশালবাড়ি বিধান সভায়।
সেখানে ভোট পরেছে ৭৮ শতাংশ। সব থেকে কম ভোট পরেছে ৬৫ শতাংশ কালিম্পংয়ে।বালুরঘাটে ভোট পরেছে ৭২.৩০ শতাংশ, রায়গঞ্জে ভোট পরেছে ৭১.৮০ শতাংশ।পাশাপাশি, বিকেল পাঁচটা পর্যন্ত দেশের মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে।
অন্য দিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৭৪ শতাংশ, ৫৩.০৩ শতাংশ এবং ৫৩.৫১ শতাংশ। দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি। তবে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মেটায় খুশি ভোট কর্মীরাও।