বিশ্বকাপের ৩৬ দিন আগে যুবরাজকে বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষণা করা হল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ উঠলে নস্ট্যালজিক হয়ে পড়েন যুবি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষিত হওয়ার অব্যবহিত পরে যুবিকে বলতে শোনা গিয়েছে, ”টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছক্কা রয়েছে। এবারের সংস্করণে অংশ হতে পেরে ভালো লাগছে।” ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে উল্লেখ করেছেন যুবরাজও।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দর্শকদের কথা আলাদা করে বলেছেন যুবি। ক্রিকেট ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। ক্রিকেট সার্বিক ভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যুবিও খুশি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব চেয়ে বারুদে ঠাসা ম্যাচ ভারত-পাকিস্তান। সেই ম্যাচ প্রসঙ্গে যুবরাজ বলছেন,
”নিউ ইয়র্কে হবে ভারত-পাক লড়াই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইভেন্ট বলে বিবেচিত হয় এই লড়াই। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নতুন স্টেডিয়ামে দেখার সুযোগ থাকছে।”