শেখ শাহজাহানের গড়ে অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছে।সন্দেশখালির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির এই তারকা-প্রচারক মিঠুন চক্রবর্তী। শুক্রবার দিলীপ ঘোষের সমর্থনে পূর্ব বর্ধমানের সাতগাছিয়ার পাওয়ার হাউজ মোড় থেকে রোড রোড শো শুরু করেন মিঠুন।
সেখানেই মিঠুন বলেন, “এটা কোনও নতুন ব্যাপার? পাওয়াই যাবে তো ওখানে। যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকেই হয়। রোবট দিয়ে সার্চ করতেই হবে এখন। তা ছাড়া আর কোনও উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এভাবেই সার্চ করা উচিত।”