চাকরি বাতিলের মধ্যে এবার নিয়োগ নিয়ে সুখবর। প্রাথমিক নিয়োগে উত্তর ২৪ পরগনায় যে দুর্নীতি হয়েছিল সেই সংক্রান্ত মামলায় ৮৬৭ জনকে আগামী ২ মাসের মধ্যে নিয়োগ দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।২০০৯ সাল থেকে চাকরিপ্রার্থীরা বঞ্চিত।
দুর্নীতি যে হয়েছিল তা স্বীকার করে নিয়েছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। বিচারপতি কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন তাঁরা তদন্ত চান নাকি চাকরি দিতে। সংসদ বঞ্চিতদের চাকরি দিতে প্রস্তুত বলেই জানিয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে ১৫ বছর পর সুখবর পেতে চলেছে এই চাকরিপ্রার্থীরা।