রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসাবে এবার নাম প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। ওড়িশার ভুবনেশ্বর আদালতে রোজভ্যালি মামলার চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে অভিযুক্তদের মধ্যে এক নম্বরে নাম রয়েছে শ্রেয়া পাণ্ডের।
চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, রোজভ্যালি থেকে সরাসরি শ্রেয়ার দু’টি সংস্থায় টাকা ঢুকেছে। এমনকী মন্ত্রী কন্যা ও তাঁর টিম যখন চিন সফরে গিয়েছিলেন সেই সময়ও তাঁদের খরচ অনেকাংশে বহন করেছিল রোজভ্যালি।
এর পাশাপাশি মন্ত্রী কন্যা হওয়ার দরুণ প্রভাব খাটানোরও অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে।যদিও পত্রিকাটি মুদ্রণে যাওয়া পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করেনি শ্রেয়া।