মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত।ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের মোনাইকান্দারা এলাকায়।মুর্শিদাবাদের মোনাই কান্দারা প্রাথমিক বিদ্যালয়ে বুথ রয়েছে। তার ৫০ মিটারের মধ্যে বুধবার রাতে আচমকাই একটি বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
দেখেন বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি । তিনি তৃণমূল করেন বলে জানা গিয়েছে।বিস্ফোরণের অভিঘাতে হাত কনুইয়ের নীচ থেকে উড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল।
তাতেই বিস্ফোরণ।যদিও তৃণমূল নেতা গোলাম মস্তেজ জজের বক্তব্য, “আমাদের দেখতে হবে, যে বাড়িতে বোমা বাড়িতে বিস্ফোরণ, হয়েছে, তারা কোন দলের সমর্থক, সেটা এলাকার মানুষ বলবে। আমাদের ওখানে গিয়ে আগে দেখতে হবে। তারপর বলা যাবে।”