রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শহর ও শহরতলীর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ঐদিন অতিরিক্ত মেট্রো চালাবে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে খবর ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ১৪০টি ট্রেন চালানো হবে। সাধারণত রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ১৩০টি মেট্রো চলে। সেখানে আগামী রবিবার অতিরিক্ত ১০টি মেট্রো চলবে।