রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়ল বায়ুসেনার ওয়ারক্রাফ্ট।তবে কোনও পাইলট না থাকায় জীবনহানির কোনও ঘটনা ঘটেনি। এটি ছিল রিমোর্টে চালিত এয়ারক্রাফ্ট। জয়সলমীর থেকে ৩০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। খবর পেতেই সেখানে যান বায়ুসেনার শীর্ষকর্তারা।
নিজেদের স্যোশাল মিডিয়াতে বায়ুসেনা জানিয়েছে, বায়ুসেনার একটি চালকহীন এয়ারক্রাফ্টের দুর্ঘটনা ঘটেছে। এটি রুটিন প্রশিক্ষণ ছিল। জয়সলমীরের কাছে বিমানটি ভেঙে পড়ে। তবে কোনও সম্পত্তি বা হতাহতের খবর নেই। তবে কেন এই ঘটনা ঘটল তা নিয়ে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তাঁরা রিপোর্ট দেওয়ার পরই বিস্তারিতভাবে বিষয়টি জানা যাবে।