শুধু নির্বাচনী প্রচারসভা কিংবা রোড শো-র মাধ্যমে জনসংযোগ নয়। লোকসভা ভোটের রণকৌশল স্থির করতে জেলায় জেলায় দলের কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার তিনি গিয়েছিলেন পুরুলিয়ায়। সেখানে জেলা কর্মীদের উদ্যেশে কড়া বার্তা দিলেন তিনি।
সূত্রের খবর, জেলা কর্মীদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, ”যেখানে লিড পাব না, বুথ, অঞ্চল, ব্লক, বিধানসভা – জেলা থেকে বুথস্তরে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সরিয়ে দেব। যদি হারি, একেবারে বুথ থেকে নতুন নেতৃত্ব তুলে এনে আগামী বিধানসভা নির্বাচন করব।” এদিন বৈঠকের শুরুতেই নেতাদের উদ্দেশে অভিষেক বলেন, ”সকাল থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ বন্ধ করে মানুষের কাছে যান।”
আসলে, পুরুলিয়া জেলায় ঘাসফুল শিবিরের অন্দরে একাধিক দ্বন্দ্ব রয়েছে বলে অভিষেকের কাছে রিপোর্ট। তা মেটাতে এই বার্তা বলে মনে করা হচ্ছে।তবে এদিনের বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, ভোটে জিতে জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর তাঁদের বিরুদ্ধে যে কোনও সময় ব্যবস্থা নিতে পারবে দল।
সূত্রের খবর, এই মর্মে বিধানসভায় একটি আইন পাশ হতে চলেছে বলে রুদ্ধদ্বার বৈঠকে জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুর্নীতির অভিযোগ উঠলেই কড়া ব্যবস্থা নেওয়ার ছাড়পত্র মিলতে চলেছে, তা গ্রেপ্তার পর্যন্ত হতে পারে। এতদিন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একটা নির্দিষ্ট সময়ের আগে পদক্ষেপ নেওয়া যেত না। কিন্তু অভিষেকের কথা ইঙ্গিত, এবার তা যাবে।