সিলিন্ডার ফেটে হোটেলে আগুন লেগে পুড়ে মৃত্যু হল অন্তত ৬ জনের, আহত আরও ৩০। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে, পাটনায়।পুলিশ সূত্রে খবর, পাটনা রেলস্টেশনের কাছেই অবস্থিত ওই হোটেলটি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আচমকাই দাউ দাউ করে হোটেলটি জ্বলতে দেখা যায়।
সঙ্গে সঙ্গেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে মৃত্যু হয় হোটেলে থাকা ৬ জনের। জখম হয়েছেন আরও ৩০ জন। তবে ২০ জনকে নিরাপদে বের করে আনা গিয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
দমকল বিভাগের ডিজি শোভা ওহাটকর জানান, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে গিয়েই আগুন ধরে গিয়েছে গোটা হোটেলে।” স্থানীয় এসএসপি রাজীব মিশ্র জানান, বেশ খানিকক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তার পর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
কীভাবে হোটেলে আগুন লাগল, আপাতত সেই নিয়ে তদন্ত শুরু হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।