আদালতের রায়ে ইতিমধ্যেই চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী।যা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। এসবের মধ্যেই আরও ৫৯ হাজার চাকরি যাবে বলে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এক দলীয় সভায় তিনি বলেন, ‘ভুয়ো চাকরি দিয়ে ২৫ হাজার পরিবারকে বরবাদ করেছে তৃণমূল সরকার।
এই যে ৩০ তারিখ আরও ৫৯ হাজার চাকরি যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা’। তিনি আরও বলেন, ‘৪ জুন লোকসভা ভোট মিটতেই রাজ্যের সমস্ত পঞ্চায়েতের দখল নেবে বিজেপি। কারও হিম্মত নেই আমাদের আটকায়। তৃণমূলের আর পঞ্চায়েত চালানোর লোক থাকবে না।’ গত ২০ এপ্রিল নির্বাচনী সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,
সামনের সপ্তাহের শুরুতে এমন বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না। এর পর ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তার রায়ে ২৬ হাজার চাকরি বাতিল করে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যজুড়ে।এবার অমরনাথ শাখার মন্তব্যকে হাতিয়ার করে প্রচারে নেমেছে তৃণমূল।
তাদের দাবি, পরিকল্পনামাফিক রাজ্যের যুবক – যুবতীদের চাকরিচ্যুত করছে বিজেপি। তৃণমূলের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে গত ২০ এপ্রিল শুভেন্দু অধিকারীর করা ‘বিস্ফোরণ’ মন্তব্য ও অমরনাথ শাখার মন্তব্যকে পাশাপাশি রেখে দেখানো হয়েছে।