আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নাইমা খাতুন। উত্তরপ্রদেশের এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলাকে উপাচার্য পদে নিয়োগ করল শিক্ষামন্ত্রক। ১৯৮৮ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে কর্মজীবন শুরু করেন নাইমা।
এর পর ধাপে ধাপে সাইকোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর ও বিভাগীয় প্রধান পদে উন্নীত হন। ২০১৪ সালে উইমেনস কলেজের প্রিন্সিপাল হন । বিদেশের কলেজেও পড়িয়েছেন। পলিটিক্যাল সাইকোলজিতে পিএইচডির পর দিল্লির স্টাডি অফ ডেভলপিং সোসাইটিস ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ডকটরালের কাজ করেন।
বহু বইও লিখেছেন নাইমা। সম্পাদনাও করেছেন। মহিলা হিসাবে এর আগে ১৯২০ সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আচার্য হন বেগম সুলতান জাহান।