জওয়ানদের জন্য এই প্রথম সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করল ডিআরডিও কানপুর। সম্প্রতি বুলেটপ্রুফ জ্যাকেটের পরীক্ষা করা হয় চণ্ডীগড়ের টিবিআরএল (টার্মিনাল ব্যালেন্সটিক্স রিসার্চ ল্যাবরেটরি)–তে। ৭.৬২ x ৫৪ আরএপিআই (বিআইএস ১৭০৫১ এর ৬ স্তর) গুলির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারবে এই বুলেটপ্রুফ জ্যাকেট।
অর্থাৎ ৬ রাউন্ড স্নাইপার–এর গুলির আঘাত থেকেও জওয়ানদের বাঁচাতে সক্ষম এই অত্যাধুনিক মানের বুলেটপ্রুফ জ্যাকেট। আইসিডবলিউ হার্ড আর্ম প্যানেলের ওজন ৪০ কেজি/এম২ এবং ৪৩ কেজি/এম২–এর কম।
মনোলিথিক সিরামিক প্লেট ব্যবহার করে তৈরি হয়েছে এই জ্যাকেট যা যুদ্ধ চলাকালীন আরাম দেবে শরীরকে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব এবং ডিআরডিও–র চেয়ারম্যান অভিনন্দন জানিয়েছেন ডিএমএসআরডি–কে।