পারিবারিক বিয়ের অনুষ্ঠানে এসে নাবালিকাকে গনধর্ষনের অভিযোগ।ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে। জানা গিয়েছে গত সোমবার মাটিগাড়া থেকে পারিবারিক বিয়েতে নকশালবাড়ির এক চাবাগানের আসেন নাবালিকা।অভিযোগ, বিয়ে চলাকালীন রাতেই নাবালিকাকে চাবাগানে নিয়ে গিয়ে গনধর্ষন করে ৫জন যুবক।
পরদিন নির্যাতিতা গোটা বিষয়টি নিজের মাকে জানালে রাতে নির্যাতিতা পরিবার নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৫জন যুবককে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
ধৃতরা নকশালবাড়ি চাবাগানের বাসিন্দা বলে খবর। ধৃতদের পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।