ব্রিজের উপর বাইক রেখে গঙ্গায় মরণঝাঁপ দিলেন এক যুবক।ঘটনাটি ঘটেছে, হাওড়ার বালি ব্রিজে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজের মতো বুধবার সকালে প্রাতঃভ্রমণকারীরা বালি ব্রিজের উপরে এসেছিলেন ওই যুবক।সেই সময় এক যুবককে বাইকে বসে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
কিন্তু হঠাৎ তাঁরা দেখতে পান, আচমকাই ওই যুবক বাইকের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। হইহই করে ছুটে চলে আসেন লোকজন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে।ইতিমধ্যেই যুবকের খোঁজে গঙ্গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।যদিও পত্রিকাটি মুদ্রণে যাওয়া পর্যন্ত ওই যুবকের খোঁজ পাওয়া যায়নি।