প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ২০১৭ সালের পরীক্ষায় ২১টি প্রশ্নে ভুল ছিল বলে হাইকোর্টে আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল প্রশ্ন ভুল থাকলে সবাইকে ওই ২১টি প্রশ্নের প্রাপ্য নম্বর দিতে হবে। মামলাকারীদের সেই বক্তব্যের ভিত্তিতেই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা একটি বিশেষজ্ঞদের কমিটি গড়ে বিতর্কিত প্রশ্ন পরীক্ষা করার নির্দেশ দিলেন।
এই মামলায় বুধবার আদালত বিশ্ব ভারতী বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যকে একটি কমিটি গঠন করার নির্দেশ দেয়। আদালত জানিয়ে দেয়, উপাচার্য তাঁর পছন্দ মতো কমিটি গড়বেন। সেই কমিটি সব প্রশ্ন খতিয়ে দেখে আগে সঠিক উত্তরগুলি চিহ্নিত করবে। এরপর পরীক্ষার্থীদের উত্তরও খতিয়ে দেখা হবে।
তার ভিত্তিতে পরীক্ষার্থীদের কোন কোন উত্তর বেছে নেওয়া হবে, সেটা নির্ধারণ করবেন এই কমিটির বিশেষজ্ঞরা। এক মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করে কমিটিকে মতামত জানাতে হবে। ১১ জুন পরবর্তী শুনানি। সেদিন আদালত সেই রিপোর্ট দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে।