বুধবার মহারাষ্ট্রের একটি নির্বাচনী প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন নীতীন গড়কড়ি। জানা গিয়েছে, সভামঞ্চ দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। আচমকাই লুটিয়ে পড়েন মঞ্চে।চলতি লোকসভা নির্বাচনের প্রথম দফায় নাগপুর থেকে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী। তাঁর কেন্দ্রে নির্বাচন হয়ে গেলেও জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন গড়কড়ি।
এদিন মহারাষ্ট্রের ইয়াভাতমাল-ওয়াসিম কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন তিনি। ওই কেন্দ্রে অবশ্য বিজেপি প্রার্থী দেয়নি।শিব সেনার শিণ্ডে শিবিরের রাজশ্রী পাটিলের সমর্থনে প্রচারে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। দুপুরের প্রবল গরম উপেক্ষা করেই বক্তৃতা চালিয়ে যান গড়কড়ি। কথা বলতে বলতে আচমকাই মঞ্চে লুটিয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা। চোখে মুখে জল ছিটিয়ে দিতে থাকেন। মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। পরে চিকিৎসাও শুরু হয় গড়কড়ির। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে গড়কড়ি এখন কেমন আছেন সেই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি।