চোটের কারণে নিউ জ়িল্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন মহম্মদ রিজওয়ান। দু’মাস পরে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে রিজ়ওয়ানের চোট অবশ্যই পাকিস্তান ক্রিকেট দলে বড় ধাক্কা।নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে রিজ়ওয়ানের। ২২ বলে ২৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান তিনি।
ফিল্ডিং করার সময়ও নামেননি তিনি। তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। রিপোর্ট পাওয়ার পরেই সিরিজ়ের বাকি ম্যাচ থেকে রিজ়ওয়ানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।জানা গিয়েছে, রিজওয়ানের চোট গুরুতর। তাঁকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে
।
আপাতত দু’সপ্তাহ রিজওয়ানকে বিশ্রাম নিতে বলা হয়েছে। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটারের অস্ত্রোপচার করাতে হবে কি না তা এখনও জানা যায়নি।চিকিৎসকেরা আশা করছেন, জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন রিজওয়ান। কিন্তু এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তাঁরা।