সবকিছু ঠিকঠাক থাকলে মে’র প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার ৯০ দিনের মাথাতেই প্রকাশ করতে হয় মাধ্যমিকের ফলাফল৷ ১২ মে ৯০ দিনের সেই সময়সীমা শেষ হচ্ছে। মাধ্যমিকের ফলাফল তার আগে বেরোবে নাকি সেটা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷
এদিন তিনি বলেন, ‘‘মাধ্যমিকের রেজাল্টের প্রস্তুতি পর্ব শেষ। সামগ্রিক পরিস্থিতি বিচার করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কবে ফল প্রকাশ হবে। ভোটের জন্য রেজাল্ট বেরতে কোনও আইনত সমস্যা আছে বলে আমাদের জানা নেই।’’ তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি৷
পর্ষদ সভাপতির ব্যাখ্যা অনুযায়ী অনেকে মনে করছেন, ১২ মে এর আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে। মে মাসের প্রথম সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।