বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাট লোকসভা আসন থেকে জিতে গেলেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। আগামী ৭ মে ভোটগ্রহণের আগে সোমবার সুরাট লোকসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল। সেদিন চারজন প্রার্থী মনোনয়নপত্র (তাঁদের মধ্যে বহুজন সমাজ পার্টির প্যায়ারেলাল ভারতীও ছিলেন) প্রত্যাহার করে নেন।
আর প্রস্তাবকদের স্বাক্ষরের মধ্যে গরমিলের কারণে রবিবারই কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তাঁর ‘সাবস্টিটিউট’ প্রার্থী সুরেশ পদসালার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। তার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী মুকেশকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর সেই ঘটনাকে ‘ম্যাচ ফিক্সিং’ বলে কটাক্ষ করেছে কংগ্রেস।