বান্টি মুখার্জি, ক্যানিং: সোমবার সকালে বন্ধ ঘর থেকে এক দম্পতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর দিঘিরপাড় মিলন সংঘ ক্লাব সংলগ্ন পাড়ায়। মৃত দম্পতির নাম রঞ্জিত বন্দ্যোপাধ্যায় (৭৭) ও কবিতা বন্দ্যোপাধ্যায় (৭৫)।
দেহ দু’টি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, রঞ্জিত ও তাঁর স্ত্রী কবিতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে থাকতেন। দুই ছেলে বাইরে চাকরি করেন। রঞ্জিতবাবু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তবে বর্তমানে বিভিন্ন বাড়িতে পুজো করতেন।
প্রতিবেশীরা জানান, বড় ছেলে চিরঞ্জিত উত্তর ২৪ পরগনার বারাসতে সরকারি চাকরি করেন এবং ছোট ছেলে বিল্টু কলকাতায় চাকরি করেন। গত দু’দিন ধরে বাবা-মার সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে পারছিলেন না চিরঞ্জিত। একটা সময় পর মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায়।
তারপর রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। গেটেও তালা লাগানো রয়েছে ভিতর থেকে। বিস্তর ডাকাডাকি করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে বৃদ্ধ বাবা-মা ঘুমাচ্ছেন ভেবে পাশেই পিসির বাড়িতে চলে যান। সেখানে রাত কাটান।
সোমবার সকালে আবারও বিস্তর ডাকাডাকির পর সাড়া না দেওয়ায়, দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, দেহ দু’টি পড়ে আছে ঘরের মধ্যেই। রঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের দেহটি পড়েছিল বিছানার উপর। অন্যদিকে, রক্তাক্ত অবস্থায় কবিতা বন্দ্যোপাধ্যায়ের দেহটি পড়ে ছিল ঘরের মেঝেতে।
রঞ্জিতবাবুর দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও তাঁর স্ত্রীর দেহে আঘাতের চিহ্ন আছে বলে জানানো হয়েছে। মুখ দিয়ে এবং নাক দিয়ে বেশ কিছুটা রক্ত বেরিয়েছিল, যা পুলিশ উদ্ধার করার সময় পর্যন্ত শুকিয়েছিল। এরপর দেহ দু’টি উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এটি খুন না আত্মহত্যা?
তাও তদন্ত করে দেখছে পুলিশ। বৃদ্ধার শরীরে যে আঘাতে চিহ্ন আছে, তা পড়ে গিয়েও লাগতে পারে বলে মনে করছে পুলিশের একটি অংশ। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রতিবেশীরা যথেষ্ট হতভম্ব। কারণ সচ্ছল ছিল ওই পরিবারটি। ছেলেরাও সকলেই স্বাবলম্বী। তাহলে কী এমন ঘটল, তাও জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে।