লোকসভা নির্বাচনের মাঝে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় জোর ধাক্কা খেল রাজ্য সরকার।২০১৬ এসএসসি নিযোগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ।যদিও কলকাতা হাইকোর্টের এই রায়ে খুশি নই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “রায়ে খুশি নই। সুপ্রিম কোর্টে আবেদন করব। রায়ের সম্পূর্ণ কপি না পেলে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। কীভাবে আবেদন করব, সে বিষয়ে এখনই কিছু বলব না।” তিনি প্রশ্ন তোলেন, পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬ হাজার জনের কেন চাকরি বাতিল হবে?
তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ার সিবিআই অনুসন্ধান চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কমবেশি ৫ হাজার জনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল। আইনসংগতভাবে তাঁরা চাকরি পাননি বলেই জানিয়েছিল সিবিআই। কলকাতা হাই কোর্টেও এর আগে বেশ কয়েকজনের সুপারিশপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল।
তা বাতিল করাও হয়েছিল। সিবিআই আরও তথ্য জানায়, আমরাও জানিয়েছিলাম তার ভিত্তিতেই এদিন নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে খুব কঠোর সিদ্ধান্ত।” কী কারণে কার চাকরি গেল, তা সবিস্তারে আগে জানা প্রয়োজন বলে জানান এসএসসি চেয়ারম্যান। তার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।