রবিবার মণিপুরের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হল উত্তর-পূর্বাঞ্চলের আর এক রাজ্য অরুণাচল প্রদেশে আটটি বুথে।অরুণাচলের মুখ্য নির্বাচনী আধিকারিক লিকেন কোয়ু সোমবার বলেন,
‘‘আগামী ২৪ এপ্রিল (বুধবার) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ওই বুথগুলিতে ফের ভোট হবে।’’ তিনি জানান, গত শুক্রবার ভোটগ্রহণপর্বে অনিয়ম, হিংসা এবং ভোটযন্ত্রে (ইভিএম) গোলযোগের কারণে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে।