গরম কড়াইয়ে ফুটছে বাংলা।এবারে গরমের শুরু থেকে পুড়ছে গোটা বাংলা। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকছে। পিছিয়ে নেই দক্ষিণের জেলাও। এপ্রিলের শুরু থেকে কলকাতার তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করেছে। আবহাওয়া দপ্তরের রেকর্ড বই অনুসারে, শেষ পঞ্চাশ বছরে টানা এতদিন ৪১ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকেনি।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি। ইতিমধ্যেই পানাগড়ের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গিয়েছে। পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ জুড়েও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।তবে দক্ষিণবঙ্গে কিছুটা কমতে চলেছে তাপপ্রবাহের দাপট। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় লাল সতর্কতা জারি করা হয়নি।
পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায় হলুদ সতর্কতা আছে। হাওড়া ও কলকাতায় তাপপ্রবাহ হবে না। তবে অস্বস্তিকর গরম থাকবে।
সেখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে পারদ নামলেও গরম থেকে নিস্তার পাবে না বাংলা।সোমবার দক্ষিণবঙ্গর কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, যদি বৃষ্টি হয়, তবে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী দু’-এক দিনে দক্ষিণবঙ্গের সার্বিক তাপমাত্রার পারদ নামতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।
যদিও তাতে তাপপ্রবাহ বন্ধ হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং হাওড়ায় মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না। তবে অস্বস্তিকর গরমের সঙ্গে আর্দ্রতা থাকবে। অন্য দিকে, মঙ্গলবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। যদিও তাতে এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বদলাবে না। মঙ্গলবারও তিন জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতা এবং হাওড়ায় ফের তাপপ্রবাহ শুরু হবে বুধবার থেকে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহ চলবে।