কুমারগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়েছিলেন। সেই সভা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শরিফ সরকার (৬৪)। গঙ্গারামপুর থানার উদয় গ্রামপঞ্চায়েতের ডাঙাপাড়ায় বাড়ি তাঁর। জানা গিয়েছে, এদিন সভাস্থলেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপরই তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রেফার করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শরিফকে।