বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের।ঘটনাটি ঘটেছে, রাজস্থানের ঝালওয়ারে।জানা গিয়েছে, মধ্যপ্রদেশের খিলছিপুরে একটি বিয়েবাড়ি থেকে গাড়িতে করে ফিরছিলেন দশজন যাত্রী। ৫২ নম্বর জাতীয় সড়কে আচমকাই দ্রুতগতির একটি ট্রাক এসে পড়ে গাড়িটির সামনে।
বিয়েবাড়ির যাত্রী বোঝাই ওই গাড়িটিকে পিঁষে দেয় একটি ট্রাক। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। আহতদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ৬ জনের মৃত্যু হয়। খবর দেওয়া হয় মৃতদের পরিবারকে। মৃতরা সকলেই একই পরিবারের সদস্য।
এদিকে গাড়িটিকে ধাক্কা মারার পরেই পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক ট্রাকের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।