বাম প্রার্থীকে বাড়িতে আমন্ত্রণ করে খাইয়ে খুশিতে কেঁদে ফেললেন এক মহিলা।রবিবার ভোটপ্রচারে বেরিয়েছিলেন হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ।দক্ষিণ মিলগড়ে যখন তিনি প্রচার করছেন, তখন এক বাম কর্মী সুনীল হালদারের বাড়ির লোকজন মনোদীপকে ডেকে তাঁদের বাড়িতে নিয়ে যান। সবার অনুরোধে সেখানেই মধ্যাহ্নভোজ সারেন বাম প্রার্থী।
মনোজিৎ তাঁর বাড়িতে খাওয়াদাওয়া করছেন, সেই আনন্দে কেঁদেই ফেললেন সুনীলের স্ত্রী সরস্বতী হালদার।লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তাঁর বাড়িতে খেলেন, এই আনন্দে হাউ হাউ করে কেঁদে সরস্বতী বলেন, ‘‘আমি ভীষণ খুশি যে উনি আমার বাড়িতে খেলেন। এই দিনটা আমি ভুলব না।’’