তীব্র তাপপ্রবাহ ঝাড়খণ্ডে। তবে স্কুল ছুটি না দিয়ে স্কুলে ক্লাসের সময়সীমা বদলে দিল ঝাড়খণ্ড সরকার। আজ থেকেই নতুন সময় চালু করল ঝাড়খণ্ড সরকার।ঝাড়খণ্ডের শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করেছে।সেখানে বলা হয়েছে, ২২ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুলে প্রাইমারি বিভাগের ক্লাস হবে সকাল ৭টা থেকে থেকে ১১টা পর্যন্ত।
নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এই বন্দোবস্ত। এছাড়া, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস চলবে সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ঝাড়খণ্ডের সব সরকারি, সরকার অনুমোদিত এবং বেসরকারি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।
তবে, স্কুল চলাকালীন রোদের মধ্যে প্রার্থনা বা খেলাধূলার আয়োজন না করার ব্যাপারে নির্দেশিকায় সর্তক করা হয়েছে । এবং আগের মতোই পড়ুয়াদের স্কুল থেকে মিড ডে মিল দেওয়া হবে বলে জানিয়েছে ঝাড়খণ্ড সরকার।আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত ঝাড়খণ্ডে চরম অস্বস্তিকর পরিস্থিতি থাকবে।
বইবে লু। ১৫টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসব ভবন। বিভিন্ন জেলার তাপমাত্রা ৪০ – ৪২ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।বাংলায় গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে।একই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকারও।