ময়নাগুড়ি, ২১শে এপ্রিল, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড় গিলা গ্রামের বাসিন্দা শহীদ ইসলামের শিশু পুত্র বয়স আনুমানিক সাড়ে তিন বছর, মৃত শিশুর নাম শাহাজ ইসলাম। শনিবার বিকেল নাগাদ বাড়ির পাশে একটি ছাগলের সঙ্গে খেলতে খেলতে বাড়ির পাশে একটি অস্থায়ী কুয়োর মধ্যে পা পিছলে পড়ে যায়,
বাড়ির পরিবারে সদস্যদের নজর এড়িয়ে, এই অবস্থায় কিছুক্ষণ বাদে পরিবারের লোকজন বাচ্চাটিকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা দেখতে পান ওই অস্থায়ী কুয়োর মধ্যে বাচ্চাটি পড়ে রয়েছে। এমতাবস্থায় এলাকার লোকজন ও
পরিবারের সদস্যরা তড়িঘড়ি বাচ্চাটাকে নিয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি তুমি তো বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার পঞ্চায়েত সদস্যা কৌশল্যা রায় আমাদের জানান এই ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা, নিজের এই গ্রামের এই ঘটনায় তিনি শোকাহত।
তিনি মৃত শিশুর পরিবারকে সমবেদনা জানান। মৃত শিশুর জ্যাঠামশাই বলেন তার ভাইপোর এইভাবে মৃত্যু হবে তা কখনোই ভাবতে পারেনি, আমাদের আদরের ফুটফুটে সাহাজ আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে কখনোই কল্পনা করতে পারিনি। পরে মৃত শিশুটিকে কবরস্থ করা হয় গ্রামের কবরস্থানে।