‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের বিরুদ্ধে ভারত অধিনায়ক রোহিত শর্মা।।তিনি সরাসরি আপত্তি জানিয়েছিলেন এই নিয়ম নিয়ে। তাঁর মন্তব্য নিয়ে এবার নড়েচড়ে বসল বিসিসিআই কর্তাও। এমনকী বদল আসতে পারে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মেও।কদিন আগেই রোহিত একটি পডকাস্টে বলেছিলেন, “আমি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের একেবারেই ভক্ত নই।
এই নিয়মে অলরাউন্ডারদের উন্নতি বাধা পাচ্ছে। কারণ ক্রিকেটটা এগারো জনের খেলা, বারো জনের নয়। আমি জানি না এই নিয়ে কী করা যায়, তবে আমি একেবারেই এর ভক্ত নই।” এই প্রসঙ্গে হিটম্যান তুলে আনেন শিবম দুবে, ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারের কথা। যাঁরা দারুণ খেলোয়াড় হলেও ব্যাটে-বলে সমান ভাবে কার্যকরী হওয়ার সুযোগ পাচ্ছেন না।
এদিকে রোহিতের বক্তব্য ভাবতে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেটের কর্মকর্তাদের। আইপিএলের গর্ভনিং বডির চেয়ারম্যান অরুণ ধুমালের মতে, বিসিসিআই গোটা বিষয়টি ভেবে দেখছে। তিনি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষের পদেও আছেন। অরুণ জানান, “রোহিত যখন এরকম মন্তব্য করেছে, তখন আমরাও বিষয়টা ভেবে দেখব।
এই বিষয়ের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। একটা নিয়মের অনেক ভালো-মন্দ দিক থাকতে পারে। এই মরশুম শেষ হলেই আমরা এই নিয়ে আলোচনা শুরু করব। এই নিয়ম নিয়ে আমাদের কোনও গোঁড়ামি নেই।”