অভিষেক প্রধান : ভোটের ডিউটি সেরে ফেরার পথে বাস উলটে আহত হলেন পুলিশ সহ ২১ হোম গার্ড। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, শনিবার ভোর রাতে মধ্য প্রদেশের বেতুল জেলায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, নির্বাচন শেষ হওয়ার পর তারা যখন তাদের বাড়ি রাজগড়ে ফিরছিলেন, সেই সময় তাঁদের বাস ভোপাল-বেতুল মহাসড়কের বারেথা ঘাটের কাছে উল্টে যায়।
পুলিশ সাব-ডিভিশনাল অফিসার (এসডিওপি) শালিনী পরস্তে জানান, এদিন ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, “বাসটিতে মোট ৪০ জন জওয়ান ছিল, যার মধ্যে পাঁচজন পুলিশ এবং বাকিরা হোম গার্ডের কর্মী। এই সেনারা ছিন্দওয়ারায় নির্বাচনী দায়িত্ব পালন করে রাজগড় যাচ্ছিল,
কিন্তু পথে বাসটি উল্টে যায়। তিনি আরও বলেন, পথে আসা একটি ট্রাককে ধাক্কা এড়াতে বাসটি উল্টে যায়। গুরুতর আহত আটজনকে বেতুল জেলা হাসপাতালে এবং মাঝারিভাবে আহতদের শাহপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ছিল দেশ জুড়ে প্রথম দফার নির্বাচন। এদিন মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া লোকসভা আসনেও ভোটগ্রহণ হয়েছিল। সেখান থেকে ফেরার পথে এই বিপত্তি ঘটে