বিশ্ব সমাচার , কাকদ্বীপ : তীব্র গরমের জেরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা। হারিয়ে ফেলছে পড়ার মনোযোগ। তাই ছাত্র ছাত্রীদের সুস্থ রাখতে বিদ্যালয়ে চালু করা হল জল পানের বিরতি। কাকদ্বীপের রাজনগর শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠে ক্লাস চলাকালীন দু’বার বাজানো হয় ঘন্টা।
তবে এই ঘন্টা ক্লাস শুরু কিংবা শেষ হওয়ার নয়। এই দুই বার ঘন্টা বাজলে প্রতিটি ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীদের জল পান করতে হয়।এ বিষয়ে রাজনগর শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠের শিক্ষক সৌম্য কান্তি জানা বলেন, প্রচন্ড গরমের কারণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ছে।
তাই নোটিশ দিয়ে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রথমে জানিয়ে দেওয়া হয়েছিল বোতলে করে পানীয় জল আনার জন্য। সেই নোটিশ অনুযায়ী ১৬ এপ্রিল থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে বোতলে করে পানীয় জল নিয়ে আসে। এদিন থেকেই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আবারও নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, দুপুর ১২টায় ও ৩টের সময় ঘন্টা বাজানো হবে।
সেই সময় প্রত্যেক ছাত্র-ছাত্রীকে জল পান করতে হবে। এই সময় ক্লাসে যে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন তিনি এই বিষয়টি পর্যবেক্ষণ করবেন। সেই মতো প্রতিদিন দু’বার জল পানের বিরতি দেওয়া হচ্ছে। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রায় সময়ই জল পানের পরামর্শ দেওয়া হয়েছে।
একইভাবে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়েও ছাত্র-ছাত্রীদের সুস্থ রাখতে ও জল পানের অভ্যাস করাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ক্লাস চলাকালীন প্রতি এক ঘন্টা অন্তর এই বিদ্যালয়ে ঘণ্টা বাজানো হয়। ঘন্টা বাজলেই পড়ুয়ারা ওআরএস মিশ্রিত পরিশ্রুত পানীয় জল নিজেদের বোতলে ভরে পান করে।