প্রদীপকুমার সিংহ, নরেন্দ্রপুর: বিয়ের মাসকয়েক পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে স্বামী ও তার বাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযোগ, অত্যাচারের মাত্রা বাড়ে কন্যাসন্তান হওয়ায়। স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় স্বামী। ২১ দিনের কন্যাসন্তানকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন মা।
অভিযোগ পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, গড়িয়া এলাকার বাসিন্দা নবকুমার মণ্ডলের এক বছর আগে বিয়ে হয় হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা তনুশ্রী হালদারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু’জনের পরিচয় হয়েছিল।
বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক থাকার পর বিষয়টি বাড়িতে জানাজানি হয়। তারপর পরিবার থেকেই তাঁদের দু’জনের বিয়ে দেওয়া হয়। অভিযোগ, এর কিছুদিন পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার চালাত অভিযুক্ত ও তার বাবা ও মা। ২ লক্ষ টাকা পণও নেয় বলে অভিযোগ।
দুই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে কয়েকবার সালিশি সভাও করা হয়। কিন্তু কন্যাসন্তান হওয়ার পর তনুশ্রীকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিযুক্তের দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।