এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বেশ কয়েকজন নেতারা জেলে আছেন।যদিও শাসক দলের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে বিজেপি।দ্রুত তদন্ত করে রিপোর্ট দিয়ে দোষী সাব্যস্ত করুক আদালত এটাই বলে এসেছে তৃণমূল কংগ্রেস। এখন গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে।
তাই প্রশ্ন উঠছে, এসএসসি দুর্নীতি মামলার রায় কবে সামনে আসবে? এবার এই প্রশ্নের উত্তর মিলেছে কলকাতা হাইকোর্ট থেকে। দীর্ঘ সওয়াল–জবাব এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে এবার এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর সেই দিনটি হল সোমবার সকাল সাড়ে ১০টায়।
এই দিনেই সঠিক সময়ে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এই রায়ের দিকে তাকিয়ে আছেন বাংলার মানুষ। কারণ ২৪ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে। তাতে চাকরি পেতে পারেন অনেকে। আবার বাতিল হতে পারে অনেকের চাকরি।