অভিষেক প্রধান : উড়িষ্যার মহানদীতে নৌকোডুবে মৃত্যু হল ৭ জনের, নিখোঁজ ১। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। যদিও নিখোঁজ ব্যক্তির সন্ধানে এখনও তল্লাশি অভিযান চলছে। এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ছত্তিশগড়ের খারসিয়া থেকে প্রায় ৫০ জন লোক একটি নৌকো করে উড়িষ্যার বারগড় জেলার পাথারসেনি কুডায় অবস্থিত একটি মন্দির দর্শনে গিয়েছিলেন।সেখান থেকে ফেরার পথে নৌকোটি ঝাড়সুগুদা জেলার রেঙ্গালি থানার অন্তর্গত শারদা ঘাটে পৌঁছানোর সময় দুর্ঘটনায় পড়ে।
ঘটনাস্থলে থাকা স্থানীয় জেলেরা ৩৫ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চালানো হচ্ছে। এদিকে ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স জানিয়েছে, শনিবার সকালে ছয়টি মৃতদেহ পাওয়া গেছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত এবং একজনের খোঁজ চলছে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছে বারগড়ের সাংসদ এবং প্রবীণ বিজেপি নেতা সুরেশ পূজারি অভিযোগ করেন, “নৌকাটি বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল। এটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফিটনেস সার্টিফিকেট দেয়নি এবং এতে লাইফ জ্যাকেট ইত্যাদি ছিল না।