Friday, September 20, 2024
spot_img
spot_img
Homeরাজ্য‘আগামী সপ্তাহে বিস্ফোরণ হবে, বেসামাল হবে তৃণমূল’, হুঁশিয়ারি শুভেন্দুর

‘আগামী সপ্তাহে বিস্ফোরণ হবে, বেসামাল হবে তৃণমূল’, হুঁশিয়ারি শুভেন্দুর

রাজ্যে ফের রাজনৈতিক বিস্ফোরণের ভবিষ্যৎ বাণী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শনিবার মালদার ইংরেজবাজারে মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, ‘অপেক্ষা করুন, আজকে শনিবার। কালকে রবিবার।

‘আগামী সপ্তাহে বিস্ফোরণ হবে, বেসামাল হবে তৃণমূল’, হুঁশিয়ারি শুভেন্দুর

পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমি বিরোধী দলনেতা। পিসি আর ভাইপোর দমটা কী করে ঢিলা হচ্ছে দেখতে থাকুন ।’ তৃণমূলকে আক্রণ করে তিনি বলেন, ‘পিসিমণি কাল রাতে ঘুমায়নি। ২৮৮ কোম্পানি ছিল, নির্বাচন কমিশন বলেছে পরের দফায় ৪০০ কোম্পানি আসছে।

‘আগামী সপ্তাহে বিস্ফোরণ হবে, বেসামাল হবে তৃণমূল’, হুঁশিয়ারি শুভেন্দুর

৩৯টা কিউআরটি বেড়ে ২০০টা হচ্ছে। মালদায় পুলিশের সঙ্গে বিজেপির লড়াই তৃণমূল নেই। তৃণমূলকে শুধু পরাস্ত করা নয়, ঠগী পিসির ঠগী প্রার্থীকে ১৬ শতাংশের নীচে রাখবেন।’ এমনকী ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হান শিক্ষাগত যোগ্যতা ভাঁড়িয়েছেন বলে দাবি করে শুভেন্দু বলেন, ‘আর কী সুন্দর প্রার্থী দিয়েছে। এ প্রার্থী থার্ড হবে।

‘আগামী সপ্তাহে বিস্ফোরণ হবে, বেসামাল হবে তৃণমূল’, হুঁশিয়ারি শুভেন্দুর

জামানত থাকবে কি না জানি না। গর্জন দেওয়ার নাম করে কী সভা করেছিল ভাইপো একটা। ব্রিগেডে সেদিন বলছে দক্ষিণ মালদার প্রার্থী শাহনওয়াজ অক্সফোর্ডের প্রোডাক্ট। আর হলফনামা দেখুন, নো অক্সফোর্ড। মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত, বলত জর্জিয়া ইউনিভার্সিটির। তার পর যেই চেপে ধরেছে আর লেখে না।

‘আগামী সপ্তাহে বিস্ফোরণ হবে, বেসামাল হবে তৃণমূল’, হুঁশিয়ারি শুভেন্দুর

ভাইপো যেমন এমবিএ লিখেছিল, ধরা পড়ল ভুয়া ইউনিভার্সিটির এমবিএ। এমবিএ লেখে না, উচ্চ মাধ্যমিক পাশ বলে। ঠিক তেমন ভাবে এখানেও বলছে, আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট। ধোঁয়া বেরিয়ে গিয়েছে।’

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!