ফের সন্দেশখালিতে সিবিআই। শনিবার সকালে সন্দেশখালিতে হঠাৎ হাজির হয় সিবিআই গোয়েন্দাদের জোড়া দল।একটি দল যায় সন্দেশখালি থানায়। আরেকটি ন্যাজাটের সুন্দরীখালি এলাকায় যায়। শাহজাহানের খাস এলাকা থেকে সিবিআইয়ের কাছে বহু লিখিত অভিযোগ জমা পড়েছে।
সিবিআই সূত্রে খবর, সেই সমস্ত অভিযোগের কথা সরাসরি অভিযোগকারীদের মুখ থেকেই শুনতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।দিন দশেক আগেই কলকাতা হাই কোর্ট একটি বিশেষ নির্দেশে জানিয়েছিল, সন্দেশখালির মানুষ চাইলে সরাসরি সিবিআইকেই তাঁদের অভিযোগের কথা জানাতে পারবেন।
এ ব্যাপারে সিবিআইকে একটি মেল আইডি তৈরি করার নির্দেশও দিয়েছিল আদালত। তার পর থেকেই সন্দেশখালি থেকে আসা লিখিত অভিযোগ উপচে পড়েছে সিবিআইয়ের মেলবক্সে।ইমেলে আসা সেই সব অভিযোগে কোথাও বলা হয়েছে জমি দখলের কথা, কোথাওবা নারী নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
এর বাইরেও নানা বিষয় নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন সন্দেশখালির মানুষ। সিবিআই সূত্রে খবর, সেই সমস্ত অভিযোগের বিষয়বস্তু সরেজমিনে খতিয়ে দেখতেই কেন্দ্রীয় গোয়েন্দাদের দু’টি দল গিয়েছে সন্দেশখালিতে।