প্রচারে বেরিয়ে ফের বিপত্তি। আবারও বিক্ষোভের মুখে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর।
সেই সময় কংগ্রেস নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, অধীরকে দেখা যায়নি কয়েক বছরে। তিনি নাকি কোনও কাজ করেননি নওদা এলাকায়। এরপর আজ ওই এলাকায় কংগ্রেস নেতা পৌঁছতেই ব্লক সভাপতির নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়।
পাল্টা স্লোগান তোলেন কংগ্রেসের কর্মীরা। উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ।এ প্রসঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, “রাজনৈতিক অভিসন্ধী রয়েছে। আসলে তৃণমূল ভয় পেয়ে এইসব করার চেষ্টা করছে।
এই সব করলে অধীর চৌধুরীর ভোট আরও বাড়বে।” এর আগেও ২ বার প্রচারে বেরিয়ে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে অধীরকে।