এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, যে কেন্দ্রগুলিতে ভোট, সেখানে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করছেন রাজ্যপাল। তাঁকে যেন অবিলম্বে আটকানো হয়, এই আর্জি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল।
প্রথম দফা ভোটের দিন আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।এতেই আপত্তি রাজ্যের শাসক দলের। তাদের দাবি, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল।যদিও কমিশনের বাধায় তিনি যেতে পারেননি। উত্তরবঙ্গ কর্মসূচি করে দেন রাজ্যপাল।
বৃহস্পতিবার দুপুর ৩ টের সময় এয়ারফোর্সের বিশেষ বিমানে তাঁর হাসিমারা যাওয়ার কথা ছিল।তবে বিশেষ কারণে আলিপুরদুয়ার সভা বাতিল করেন রাজ্যপাল। বিবৃতি দিয়ে রাজ্যপাল বলেন, “রাজনৈতিক দাবার বোড়ে হিসাবে আমাকে ব্যবহার করতে দেব না।”