আইপিএলে অন্য দলের হয়ে খেলার ইচ্ছা রয়েছে কে এল রাহুলের। জন্মদিনে নিজের সেই সুপ্ত ইচ্ছের কথা জানালেন লখনউ অধিনায়ক।ঘরোয়া ক্রিকেটে রাহুল খেলেন কর্ণাটকের হয়ে। ভারতীয় ব্যাটার-উইকেট কিপার ২০১০ সাল থেকে খেলছেন কর্ণাটক রঞ্জি দলের হয়ে। আর সেই কারণেই তিনি আইপিএল খেলতে চান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
কর্ণাটকের মানুষ বলে রাহুল চিন্নাস্বামীকেই ঘরের মাঠ হিসেবে দেখতে চান।রবিচন্দ্রন অশ্বিনকে একটা সাক্ষাৎকারে লখনউ অধিনায়ক বলেন, “এটা বদলানোর কোনও উপায় নেই যে, আমি কর্ণাটকের ক্রিকেটার। আইপিএলে খেলার আগে থেকেই চিন্নাস্বামী আমার ঘরের মাঠ। সবাই নিজের শহরের হয়ে খেলতে চায়। ফলে বেঙ্গালুরুর হয়ে খেলতে পারলে সেটা সবচেয়ে ভালো হবে।”
কিন্তু আইপিএলে খেললে যে সব সময় নিজের শহরের হয়ে খেলা সম্ভব নয়, সেটা রাহুল ভালো ভাবেই জানেন। বিরাট ও ধোনির প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। সে বিষয়ে কিছুটা আক্ষেপও আছে তাঁর। তিনি বলেন, “জানি সম্ভব নয়, তবু আমরা একটা ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলতে চাই। বার বার দল পরিবর্তন করা সহজ নয়। কিন্তু একটা সময়ের পর সেটা অভ্যাস হয়ে যায়।”