বিধানসভায় গিয়ে পদত্যাগ করলেন রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী।বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র জমা দেন রানাঘাটের তৃণমূল প্রার্থী। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন স্পিকার।
মুকুটমণিকে এ বার লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের আগেই বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। রানাঘাট কেন্দ্র থেকেই তাঁকে টিকিট দেওয়া হয়েছে। ভোটে লড়ার আগে তাই বিধায়ক পদ ছাড়লেন মুকুটমণি।