বিশ্ব সমাচার, বিষ্ণুপুর: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বুধবার আনুমানিক রাত দেড়টা নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পায়। খবর দেওয়া হয় দমকল এবং বাখরাহাট তদন্ত কেন্দ্রে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের পাঁচটি ইঞ্জিন এবং বাখরাহাট তদন্ত কেন্দ্র সহ বিষ্ণুপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ৮০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সকালেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী।
এছাড়াও ঘটনাস্থলে জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক আধিকারিক পরিদর্শনে আসেন। ভোট প্রক্রিয়া চালু হওয়ায় বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে। নির্বাচন কমিশনের দপ্তরে এ বিষয়টি জানানো হবে বলে জানান মন্ত্রী।