Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeদেশজেলে মিষ্টি-আম খেয়ে জামিনের ছক কেজরির, দাবি ইডির

জেলে মিষ্টি-আম খেয়ে জামিনের ছক কেজরির, দাবি ইডির

জেলে মিষ্টি এবং আম খাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আদালতকে বিষয়টি জানাল ইডি। তাঁদের দাবি, কেজরিওয়ালের সুগার রয়েছে। এই ধরণের খাবার তাঁর সুগারের মাত্রাকে প্রভাবিত করছে। পাশাপাশি তার ওজন কমার এটিও একটি প্রধান কারণ। একজন ডায়বেটিসের রোগী কীভাবে এই ধরণের খাবার গ্রহণ করেন তা নিয়ে প্রশ্ন তোলে ইডি।

জেলে মিষ্টি-আম খেয়ে জামিনের ছক কেজরির, দাবি ইডির

বৃহস্পতিবার আদালতে ইডির প্রতিনিধি বলেন, ”অরবিন্দ কেজরিওয়াল খাচ্ছেন চিনি দিয়ে চা, পুরী, আলু সবজি, কলা এই সব। উনি টাইপ ২ ডায়াবেটিস মেলিটাস ব্লাড সুগারের রোগী। ভালো করেই জানেন এই সব খাবার খেলে ওঁর ব্লাড সুগার বাড়বে।” প্রসঙ্গত, আদালতের নির্দেশে জেলে বসে বাড়ির পাঠানো খাবারই খাচ্ছেন আপ সুপ্রিমো।

জেলে মিষ্টি-আম খেয়ে জামিনের ছক কেজরির, দাবি ইডির

যদিও কেজরিওয়ালের আইনজীবী জানিয়েছেন, সমস্ত খাবারই তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন। ইডি অহেতুক বিষয়টি নিয়ে জলঘোলা করছে। আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে তিহার জেলে রয়েছেন কেজরিওয়াল।এই পরিস্থিতিতে জামিনের আবেদন করার সময় চিকিৎসকের পরামর্শের কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

জেলে মিষ্টি-আম খেয়ে জামিনের ছক কেজরির, দাবি ইডির

তিহাড় জেল কর্তৃপক্ষের প্রতি আদালতের নির্দেশ, কেজরিওয়াল কী খাবার খাচ্ছেন তার তালিকা পেশ করার। এর পরই ইডি সেই তালিকা পেশ করে কাঠগড়ায় তোলেন কেজরিকে। দাবি করা হয়, মেডিক্যাল এমার্জেন্সি তৈরি করে সহানুভূতি আদায় করে জামিন পেতে চাইছেন কেজরিওয়াল। প্রতিদিন দুবার করে কেজরির রক্তে শর্করার মাত্রা মাপেন কেজরিওয়াল। বলা হয়েছে, গত ১ এপ্রিল কেজরির কে নিয়ে আসা হয় তিহাড় জেলে।

জেলে মিষ্টি-আম খেয়ে জামিনের ছক কেজরির, দাবি ইডির

সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে চিনির মাত্রা ছিল ১৩৯ এমজি/ডিএল। সেটাই ১৪ এপ্রিল সকালে দাঁড়ায় ২৭৬ এমজি/ডিএল। এর পর আদালত চিকিৎসক নির্দেশিত কেজরিওয়ালের খাবারের তালিকা এবং তিনি আসলে কী খাচ্ছেন সেই তালিকা পেশ করার নির্দেশ দেয়। আজ ফের এই মামলার শুনানি হওয়ার কথা।

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!