বান্টি মুখার্জি, ক্যানিং: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল তিনটি বাড়ি। ঘটনায় আহত হয়েছেন নিয়ামত সেখ ও আমজেদ সেখ নামে দুই ব্যক্তি। আহতদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তার আগে স্থানীয় মানুষের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানার নিকারিঘাটা পঞ্চায়েতের বেলেখালি এলাকায় জুলফিকার মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার দুপুরে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ও দমকলের অনুমান। তবে জুলফিকার মোল্লার বাড়ির লোকজন শর্ট-সার্কিট থেকে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা মানতে নারাজ। তাঁদের দাবি, বাইরে থেকে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। তার কারণ তাঁরা এলাকায় আইএসএফ কর্মী বলে পরিচিত।
পঞ্চায়েত ভোটের পর থেকেই জুলফিকার মূলত এলাকাছাড়া। ডায়মন্ড হারবারে পাইপলাইনের কাজ করেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরা এদিন যখন বাড়িতে ছিলেন, তখনই আচমকা আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় পার্শ্ববর্তী আরও দু’টি বাড়িতে আগুন লেগে যায়।
খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ পৌঁছয়। তবে কীভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে কোন রাজনৈতিক যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।