বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ ১৬ জন বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের।সূত্রের খবর, বুধবার মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য় গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল।অভিযোগ, পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। সেই অভিযোগ তুলে কোতয়ালি থানার ডিউটি অফিসারকেই ধমক দেন খোদ অগ্নিমিত্রা।
থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। থানায় তালা দেওয়ার চেষ্টা করেছিলেন বিজেপির নেতা কর্মীরা। অভিযোগ এমনটাই। এই ঘটনায় এবার বিজেপি প্রার্থী-সহ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এর মধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ নম্বর ধারাটি জামিন অযোগ্য। এই ধারায় রয়েছে, গোলমাল পাকানোর জন্য ষড়যন্ত্র করা, অন্যায় ভাবে সরকারি কর্মীকে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য জোর খাটানো,
অনুমতি ছাড়া জমায়েত, দুষ্কৃতী মনোভাব নিয়ে হুমকি দেওয়া এবং ভয় দেখানো।জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, বেশ কিছু ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।