সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাদবপুর সহ রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।যাদবপুরের অস্থায়ী উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত। অন্য দিকে যাদপুরের পাশাপাশি রাজ্যের আর পাঁচ বিদ্যালয়েও উপাচার্য নিয়োগ করা হয়েছে।
এই পাঁচ বিশ্ববিদ্যালয় হল ও তাদের অস্থায়ী উপাচার্য হলেন যথাক্রমে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রেম পোদ্দার, সাধু রাম সিএইএনডি মুর্মু ইউনিভার্সিটি ঝাড়গ্রামের অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা,
হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি (ঠাকুরনগর )-র অধ্যাপকর তপন কুমার, বিশ্বাসরানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি – অধ্যাপক আশুতোষ ঘোষ।