রাহুল ও প্রিয়াঙ্কাকে ‘অমুল বেবি’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।গত সোমবার জোরহাটে দলীয় সাংসদ গৌরব গগৈয়ের হয়ে প্রচার সারেন রাহুল-প্রিয়াঙ্কা। এই বিষয়ে সাংবাদিকরা হিমন্তের প্রতিক্রিয়া জানতে চাইলে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, আমি যতদূর জানি সেখানে ২,০০০-৩,০০০ লোক উপস্থিত ছিল।’
এরপরেই হিমন্ত বলেন, ‘কে রাহুল-প্রিয়াঙ্কাকে দেখতে আসবে! লোকে পরিবর্তে বাঘ এবং গণ্ডার দেখতে কাজিরাঙায় যাবে। যা তাঁদের জন্য সময়ের সঠিক ব্যবহার হবে।’ এরপরেই রাহুল ও প্রিয়াঙ্কাকে ‘আমুল বেবি’ ভাইবোন বলে খোঁচা দেন হিমন্ত। বলেন, “ওঁরা শুধুমাত্র আমুলের প্রচারের জন্য উপযুক্ত।
ওরা হচ্ছে ‘আমুল বেবি’। ওঁদের দেখার চেয়ে গণ্ডার দেখতে যান, বেশি লাভজনক হবে।’ এদিন প্রিয়াঙ্কা গান্ধী জোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের সমর্থনে প্রচার করেন। পরে সোশাল মিডিয়া পোস্টে লেখেন, “যে সরকার আপনার সংস্কৃতি ও ঐতিহ্যের উপর বারবার আঘাত করছে,
তাদের সরানোর সময় হয়েছে। সেই সরকারকে আনার সময় হয়েছে এখন, যারা আপনার সংস্কৃতিকে রক্ষা করবে, আপনার সন্তানদের কর্মসংস্থান দেবে এবং নারী, উপজাতি, দলিত, অনগ্রসর শ্রেণি এবং সংখ্যালঘুদের ক্ষমতায়নে কাজ করবে।”