Saturday, September 21, 2024
spot_img
spot_img
Homeরাজ্যরাম-বন্দনায় মাতলেন তৃণমূল নেতৃত্বও

রাম-বন্দনায় মাতলেন তৃণমূল নেতৃত্বও

রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন তৃণমূল নেতৃত্ব।নেতা, প্রার্থীদেরও। লিলুয়ার মহাবীর চক থেকে শোভাযাত্রা বার হয়। সেই মিছিলের সামনের দিকেই ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাশ মিশ্র-সহ অন্যান্য নেতা-কর্মী।

রাম-বন্দনায় মাতলেন তৃণমূল নেতৃত্বও

প্রসূনের সমর্থনে মিছিলে পা মেলান যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও।এছাড়াও এদিন সকালে বালুরঘাট শহরের হাইস্কুল মাঠ থেকে রাম নবমী উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। যদিও কাদের তরফে করা হয়েছে তার উল্লেখ ছিল না। শুধু মাত্র র‍্যালির প্রথমে রামনবমী উদযাপন বালুরঘাট লেখা ব্যানার ছিল।

রাম-বন্দনায় মাতলেন তৃণমূল নেতৃত্বও

সেই র‍্যালিতে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি প্রতীম রাম মন্ডল, তৃণমূলের জেলা সম্পাদক স্বপন বর্মন, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব মিছিলে অংশগ্রহণ করেন। কেষ্ট-হীন বীরভূমে এবার রামনবমীতে এক ভিন্ন ছবি ধরা পড়ল তৃণমূলের।

রাম-বন্দনায় মাতলেন তৃণমূল নেতৃত্বও

সিউড়িতে রামনবমীর এক শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। বিদায়ী সাংসদের সঙ্গে ছিলেন বীরভূমের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও।

রাম-বন্দনায় মাতলেন তৃণমূল নেতৃত্বও

এমনকি এদিন ঘাটালে রামের পুজো দেন তৃণমূলের প্রার্থী দেব । ঘাটালের কুশপাতা এলাকায় পুজো দিয়ে দেব বলেন, ‘‘আজ কাউকে কটাক্ষ করতেই চাই না।

রাম-বন্দনায় মাতলেন তৃণমূল নেতৃত্বও

আজ হিরণকেও শুভেচ্ছা জানালাম। পবিত্র দিনে কাউকে ছোট করে দিনটাই নষ্ট করতে চাই না। ওর দল শান্তিতে থাকুক, আমার দলও শান্তিতে থাকুক। সবাই ভাল থাকুন।’’ যদিও হিরণের আক্রমণের রাস্তা ছাড়েননি। তাঁর খোঁচা, ‘‘যিনি আপনাদের বলেছেন যে, তিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না, তাঁর দলের নেত্রী ধর্ম নিয়ে রাজনীতি করে টিকে আছেন বাংলায়।

রাম-বন্দনায় মাতলেন তৃণমূল নেতৃত্বও

এঁরা আসলে কোনও ধর্মের নন। রাজনীতির জন্য ধর্মকে বেছে নেন। আমি লজ্জিত হিন্দু হিসাবে। আমি রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করব না।’’

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!